Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

খোলা চিঠি




মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা ও 
বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের কাছে  .... 

আগামী ৭ই জানুয়ারি,২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
রূপসা-তেরখাদা-দিঘলিয়া নিয়ে গঠিত খুলনা-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও মহানগর যুবলীগের সুযোগ্য সভাপতি শফিকুর রহমান পলাশ। তিনি তৃণমূলের নেতাকর্মীদের রাজনৈতিক শিক্ষক, আপাদমস্তক রাজনীতিবিদ, সমাজকর্মী, কর্মীবান্ধব ও দক্ষ সংগঠক। 
তিনি নির্লোভ,নিরহঙ্কার,পরোপকারী ও দেশপ্রেমিক। হৃদয় দিয়েই ভালবাসেন নেতাকর্মীদের ও ছোট-বড় সকলকেই স্নেহ-সম্মান করেন। 

রাগ, ক্ষোভ, জেদ, বিরক্তি, অসহিষ্ণুতা, মুখভার- এগুলোর একটিও তার মধ্যে দেখা যায়নি কোন দিন। যে কোন কাজে তার কাছে কেউ সহযোগিতা চেয়ে পাননি এমন লোক খুঁজে পাওয়া যাবে না।

শফিকুর রহমান পলাশ সমাজ ও মানুষের উন্নয়ন নিয়ে ভাবেন ও স্বপ্ন দেখেন। সেই ভাবনা ও স্বপ্নের একটা বড় অংশ জুড়ে সুবিধাবঞ্চিত মেহনতি মানুষ। রূপসা-তেরখাদা-দিঘলিয়া মেহনতি ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে তিনি সেই ছাত্রলীগের কর্মী থেকে কাজ করে যাচ্ছেন। তিনি মানবিক গুণাবলিতে উজ্জীবিত একজন পরিশুদ্ধ মানুষ। ছাত্র জীবন থেকেই তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক। 
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা ক্ষুধা-দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে তিনি কাজ করে যাচ্ছেন। 

সমাজের অসহায় মানুষ ও তৃণমূলের নেতাকর্মীদের সহায়তায় তিনি সর্বদা নিবেদিত। সব শ্রেণী পেশার মানুষের কল্যাণে তিনি তার আয়ের সবটুকু উজাড় করে দেন। 
তিনি ছাত্র ও যুবসমাজের কাছে সবচেয়ে প্রিয় ও দরদী নেতা। তিনি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত নিরাপদ সমাজ প্রতিষ্ঠার জন্যে সবসময় সোচ্চার। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে তিনি কখনো আপস করেননি। তিনি স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে তার কর্মী বাহিনী নিয়ে মাঠে সবচেয়ে বেশি সরব থাকেন। তিনি তার এলাকার জনগণের হৃদয় জয় করেছেন অকৃত্রিম ভালবাসা ও মানবিক কর্মকান্ডের মাধ্যমে।

তার মধ্যে মানুষকে আপন করে কাছে নেয়ার অমিত ক্ষমতা আছে। তার মধ্যে এমনই শক্তি, যে শক্তির ক্ষমতায় তিনি অল্প সময়ে যে কারো মন জয় করতে পারেন। সততা ও নৈতিকতা তার কাছে সবার আগে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তার সর্বদা শক্ত অবস্থান। সব মিলিয়ে তিনি সাধারণ মানুষের এতটাই আপনজন হয়ে উঠেছেন যে, গত ১৩ নভেম্বর খুলনা সার্কিট হাউজে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় রুপসা-তেরখাদা-দিঘলিয়া থেকে প্রায় পনের হাজার নেতা কর্মী ও সাধারণ জনগণকে নিয়ে জনসভায় যোগ দিয়েছিলেন। 

বর্তমান খুলনা-৪ আসনে আওয়ামী রাজনীতির সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি শফিকুর রহমান পলাশ। তিনি খুলনা মহানগর ও জেলা সকল নেতাকর্মীর কাছে সমান জনপ্রিয়,  আস্থাভাজন ও ভরসার প্রতীক। খুলনা-৪ আসনে বর্তমানে  রাজনীতিতে তার বিকল্প অন্য কাউকে ভাববার চিন্তা করতে পারছেন না স্থানীয় জনগণ ও তৃণমূলের নেতাকর্মীরা। হয়তো এটাই হচ্ছে তার রাজনীতির সবচেয়ে বড় পাওয়া। বিশেষ করে তার প্রতিদ্বন্দ্বী বিপরীত মেরুর অনেকেই তাকে সহ্য করতে পারেননা তার জনপ্রিয়তার কারনে। 

করোনাকালীন সময়ে মাটি ও মানুষের জন্য যা করেছেন ও যে অবদান রেখেছেন, তা শ্রদ্ধার সাথে জনগণ স্মরণ করে।
শফিকুর রহমান পলাশ নিজ উদ্যোগে অসংখ্যবার অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী, স্বাস্থ্যসামগ্রী, নগদ অর্থসহ অসুস্থ রোগীদের জন্য জরুরি সেবা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন

সত্যিকার অর্থেই তিনি একজন আদর্শ রাজনীতিবিদ। তিনি আমাদের খুলনার আওয়ামী রাজনীতির একজন আদর্শিক কর্মী ও এক উজ্জ্বল নক্ষত্র। তিনি বহুবিধ গুণাবলীর অধিকারী।  তিনি একজন খাঁটি দেশপ্রেমিক, নির্বিরোধ, সহজ-সরল ও মিশুক একজন মানুষ।

শফিকুর রহমান পলাশ একজন গণমাধ্যমবান্ধব মানুষ। 
তিনি সাংবাদিকদের কাছে অতিপ্রিয়। গণমাধ্যমকর্মীদের সমস্যা সমাধানে শফিকুর রহমান পলাশ সর্বদা ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তিনি সব শ্রেণী পেশার মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থাকেন সবসময়। 

এই স্বচ্ছ, আদর্শিক, মানবিক ও পরিশুদ্ধ মানুষকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসন তথা রুপসা- তেরোখাদা- দিঘলিয়ার সর্বসাধারণ তাদের এমপি হিসেবে দেখতে চাই। 

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপা ও বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের কাছে আকুল আবেদন খুলনা-৪ আসনে মাঠের 
ও বিভিন্ন সংস্থার জরিপের রিপোর্ট অনুযায়ী নৌকার প্রার্থী চূড়ান্ত করা হোক।

লেখকঃ
কে এম শাহীন হাসান 
সাবেক সদস্য, আহবায়ক কমিটি, খুলনা মহানগর যুবলীগ ও 
সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, খুলনা মহানগর ছাত্রলীগ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big