ফুলবাড়িগেট প্রতিনিধিঃ বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এক শ্রমিক জনসভা সভা শুক্রবার বিকাল ৪ টায় শিরোমনি শিল্প এলাকার মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড়ে অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সোনালী জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল হোসেন এর পরিচালনায় জনসসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন । বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান। এ সময় বক্তৃতা করেন মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, আমির মুন্সি, সাংবাদিক মিহির রজ্ঞন বিশ্বাস, এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা মোঃ সাইফুল ইসলাম, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা শহিদুল ইসলাম, আবুল কালাম, আলাউদ্দিন, মোঃ জাহাঙ্গির হোসেন, সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, সোনালী জুট মিলের শ্রমিক নেতা সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, আফিল জুট মিলের শ্রমিক নেতা নিজামউদ্দিন, শিরোমনি হুগলী বিস্কুট কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন, কাজল, প্রিয়া ,আকতার, মোয়াজ্জেম , হাফিজ , ইমরান, মিজান প্রমুখ। সভা থেকে শ্রমিকদের বকেয়া মুজুরী পরিশোধসহ ন্যায় সঙ্গত ৬ দফা দাবি আদায়ের লক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামি ১৪ জুন মঙ্গলবার সকাল ১১ টায় খুলনা জেলা প্রশাসক এর নিকট স্মারকলিপি প্রদান । ১৭ জুন শুক্রবার সন্ধায় রেলিগেটস্থ শ্রম প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান এবং এর মধ্যে যদি শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি দাওয়া মেনে নেওয়া না হয় তাহলে পরবর্তিতে রাজপথ, রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শ্রমিক নেতারা। ১৯ জুন সকাল ১১ টায় সোনালী জুট মিলের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যলয় অভিমুখে গনমিছিল । এর মধ্যে দাবি পুরন না হলে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এর মাধ্যমে কঠিন কর্মসূচি ঘোষনা দেওয়া হবে বলে জানান শ্রমিক নেতারা ।
0 মন্তব্যসমূহ