Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ইউপি নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক



অনলাইন ডেস্কঃ
এবার দলীয় প্রতীক থাকছেনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০২১ সাল থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দেয়ার কথা আওয়ামীলীগের নীতি নির্ধারক কমিটির বৈঠকে আলোচনা হয়। তবে সবাই ঐক্যমত হয়েছেন। কিন্তু জাতীয় সংসদে আইন পাস করার প্রয়োজন আছে বলে মনে করেন তারা। আগামী জানুয়ারী মাসের ১০ তারিখে সংসদ বসবে মার্চ মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন তাই সংসদে উক্ত আইন পাস করে নিবেন বলে জানা গেছে।

আওয়ামীলীগ সরকার তৃণমুলে আর দলীয় কোন্দল সৃষ্টি করতে রাজি নয়। কারন দলীয় নমিনেশন দিলে দলের বিদ্রোহী প্রার্থীরা সমস্যা করে এই ভাবে সারা দেশে দলের ভিতরে সাংগঠনিক অব কাঠামো ভেঙ্গে যাচ্ছে। তাই সামাল দিতে সরকার কঠিন সমস্যায় পরে এই কারনে এবার দলীয় প্রতীক আর না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার।

অন্য দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে কথা রটানো হচ্ছে তা গুজব বলে স্থানীয় সরকার মন্ত্রনালয় বলেছেন। কারন সরকার এই ব্যাপারে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেন নাই।

মুল কথা তৃণমুল থেকে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। দলীয় প্রার্থী আর দেয়া হবেনা বলে প্রধানমন্ত্রী বলেছেন এবং আওয়ামীলীগের সিনিয়র নেতারা ঐক্য মত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন ওই বৈঠকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big