নাহিদ জামানঃ
খুলনা-৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর উদ্যোগে ১৫ অক্টোবর সকালে রূপসা উপজেলা সদরে ও উপজেলার শিয়ালী বাজারে সারাদেশে বিএনপি জামায়াতের এর দেশব্যাপী নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে শান্তি মিছিল ও শেখ হাসিনার উন্নয়ন প্রচারনার লক্ষ্য শান্তি ও প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মল্লিক সুধাংশু,তেরখাদা উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক,ইউপি চেয়ারম্যান কেএম আলমগীর হোসেন,মধূপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মোঃ মহসিন,আজগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়,সাছিয়াদাহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বুলবুল আহম্মেদ,জেলা শ্রমিকলীগ নেতা আলম হাওলাদার,রূপসা উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, রূপসা উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শেখ মো: আবু তাহের,আওয়ামীলীগ নেতা মোঃ আরিফ হোসেন, ইকবাল মাসুদ,খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার,আওয়ামীলীগ নেতা শহিদ বিশ্বাস,শিকদার আকতার হোসেন,শিকদার মিলন, নজরুল,যুবলীগ নেতা কামরুল গাতিদার,জিয়ার মোল্যা,গিয়াস শেখ,আজিজুর শেখ,নাইমুল ইসলাম কল্লোল,ক্ষিতিস বিশ্বাস,বিএম ছবির উদ্দীন,রিংকু বালা,রবিউল শেখ,মনির শেখ,বাবুল মিনা,মোস্তাফিজুর রহমান আব্বাস,লুৎফর ফকির,রাকিব উদ্দীন বিশ্বাস, অপূর্ব বিশ্বাস,অপূর্ব ঘরামী,রূপসা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আশিকুজ্জামান তানভির,জেলা ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন,রূপসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবির হোসেন হৃদয়,রূপম দাস,ছাত্রলীগ নেতা আজমাইন ইনকিয়াদ,রকিবুল হাসান রকি,নাঈম শেখ,মিঠুন মন্ডল,তারেক হাসান,মৃদুল সরদার,লিমন শেখ,হোসেন শেখ প্রমূখ।
0 মন্তব্যসমূহ