Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

খুলনা-৪ আসনে তৃণমূলের আশার প্রতিফলন ঘটুক এটাই চাওয়া দলীয় নেতা-কর্মীদের - দৈনিক রূপসাঞ্চল



বিশাল জনপ্রিয়তা ও ক্ষমতার উচ্চতায় থেকেও
তিনি কখনো ক্ষমতার অপব্যবহার করেননি, অহংকার করেননি। আর এমন একজন মানুষ খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান খুলনা মহানগর যুবলীগের সুযোগ্য সভাপতি কর্মীবান্ধব নেতা শফিকুর রহমান পলাশ ভাই।

নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ খুলনা-৪ তথা রূপসা-তেরখাদা-দিঘলিয়া সকলের কাছে প্রিয় ও সমাদৃত । সর্বোপরি কাজ করছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য। এই সফল মানুষটি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রতিটি মানুষের বিপদ আপদে ছুটে যান। তিনি একজন সাদা মনের উদার মানসিকতার ও দানশীল মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। তিনি সকল শ্রেণির মানুষের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।

তিনি মানুষের পাশে সবমসময় ছিল এবং থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সবসময় গরীব দুঃখী মানুষের পাশে থেকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

তিনি তাঁর রাজনৈতিক কর্মতৎপরতা, প্রগতিশীল চিন্তাভাবনা, মুক্তিযুদ্ধের চেতনাধারণকারী, সৃষ্টিশীল কাজে উদ্যোগী, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ব্যক্তি হিসেবে আজকের এই সময়ে একজন যোগ্য রাজনৈতিক নেতার উদাহরণ। তাঁর নেতৃত্বদানের ক্ষমতা, নেতৃত্বের গুনাবলী এবং রাজনৈতিক জীবনের বিশাল কর্মযজ্ঞই প্রমাণিত করে তিনি রাজনৈতিক মাঠের একজন কর্মদক্ষ কর্মী এবং তৃণমূলের প্রাণ।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে শফিকুর রহমান পলাশ ভাই নৌকার মনোনয়ন পাবেন এমনটা আশা করেন রূপসা-তেরখাদা-দিঘলিয়ার তৃণমূলের নেতা-কর্মীরা।

লেখকঃ
কে এম শাহীন হাসান 
সাবেক সদস্য, খুলনা মহানগর যুবলীগ ও 
সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খুলনা মহানগর ছাত্রলীগ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big