পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী বাজারের বিশিষ্ঠ ব্যাবসায়ী ও ইন্দুরকানী বাজার ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সদস্য শ্রী লিটন মন্ডলের পিতা ব্যবসায়ী শ্রী কেশব মন্ডল ঢাকার একটি হাসপাতালে শনিবার রাত ৩টার সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
মের্সাস সোনালী ট্রেডার্সের সত্ত্বাধিকারী শ্রী কেশব চন্দ্র মন্ডল দীর্ঘ দিন যাবত বিভিন্ন জটিল রোগে ভোগার পরে ২১ অক্টোবর রাত তিনটায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃস্বাষ ত্যাগ করেন।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে,দুই ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ইন্দুরকানী বাজার ব্যাবসায়ী সমীতির সভাপতি ও সদর ইন্দুরকানী ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ করিম ইমন তালুকদারসহ উপজেলার বিভিন্ন ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
২২ আক্টোবর (রবিবার) দুপুরে ইন্দুরকানী গ্রামে তার নিজ বাড়িতে মরহুমের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
0 মন্তব্যসমূহ