নতুনের নবভান্তে পথ চেনালো একুশ
নতুন বছর অন্য রকম খানিকটা সে বেহুশ

নতুন বছরে মেতেছে সবাই পুরনো বছর ভুলে
বিষাক্ত এক বছর কাটে মারণ ভাইরাসের হুলে

পুরাতন থেকে মুক্তি পাওয়া এও যে সহজ নয়
বিশ্ব জুড়ে দিয়েছে হানা আর কি সহ্য হয়

রবি ঠাকুরের সুরে কথিত যাক পুরাতন স্মৃতি
সেই সুরেতেই বাঁধা আছে নব বর্ষের গীতি

পুরাতনে সেই বিশের বছর বিষাক্ত ছিল কত
মৃত্যু এসে ছিনিয়ে নিলো মানব কত শত

সুস্থ থাকুক মানব কুল অন্ধ থেকোনা
দুস্থরাও যে সমাজের ফুল এড়িয়ে যেওনা
শীতের বস্ত্র বাসস্থানের অভাব রেখোনা
প্রিয় জনের এই প্রার্থনা কে ভুলেও ভুলোনা

বছর শুরুর প্রথম দিনেই কামনা শুধু নয়
বছর শেষের দিনেও যেন এই বাসনা রয়

সুনীল আকাশ অম্বর প্রেম মিলন সুদূরে
সুশীল হৃদয়ে স্থান দিও তার প্ৰেমুক দুয়ারে

পরিবার হোক বন্ধনের সেতু সমগ্র দুর্নিবার 
আকর্ষনের তৃপ্তি আনে সেই তো পরিবার
যেথায় আছে আত্মার মিল 
তোমায় আমায় মিলে 
সেথায় রঙিন বর্ষ নামে
আলোকবর্ষ জুড়ে

একুশের এই আলিঙ্গনে আবদ্ধ থেকো সবাই
বিশ্বে নামুক শান্তির ঢেউ আনন্দ রেখো তাহাই

নতুন বছর উদযাপনে সূচি আসন টেনে
দূর হোক যত অকল্যাণের সমস্ত নিয়ম মেনে

অনেক স্বপ্ন নতুন বছরে নতুন করে চাওয়া
বিধাতা জানে নতুন করে আবার ফিরে পাওয়া
অনেক স্বপ্ন ঘিরে আছে মোদের নতুন প্রত্যাশায়
সূচির নিয়নে আলোকিত তাদের সকল ভালোবাসায়

নতুন বছরে বিলীন হোক সমস্ত প্রতিকূল
সূচনা হোক বাঙময়তায় উচ্ছ্বাস অনুকূল।।

Happy New Year 💖

-কথাকলি চ্যাটার্জ্জী, কলকাতা ব্যুরো প্রধান