Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ঝিনাইদহের নতুন জেলা প্রশাসক মজিবুর রহমানকে অভিনন্দন




এস এম রবিউল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলা প্রতিনিধিঃ

বরেণ্য, 
শীতের শেষ লগ্নে ও বসন্তের প্ররাম্ভে চারদিকে   হাজারো বিহঙ্গের কলকাকলিতে মুখরিত, যখন প্রকৃতি নতুন সাজে সজ্জিত হতে চলেছে ঠিক তখনই আপনার মত একজন কৃতী জেলা প্রশাসককে  সবুজে ঘেরা ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার প্রধান হিসাবে পেয়েছে  । শুভাগমনে হৃদয়াকাশে উদিত হয়েছে একটি রৌদ্রকরোজ্জ্বল সোনালি দিন। সেদিনের সোনালি পরশে  ঝিনাইদহ জেলা আনন্দ লহরীতে মুখরিত হয়েছে। হে বরেণ্য   ঝিনাইদহ বাসীর হৃদয় নিংড়ানো ভালবাসা ও শ্রদ্ধা ভক্তির একরাশ গোলাফ সুরভিত পুষ্পার্ঘ।

 মহান অবিভাবক ,
 শুভপদার্পণে  ঝিনাইদহ বাসীর হৃদয়বীনার তারে বয়ে গিয়েছে এক অবর্ণনীয় পুলক শিহরণ। সকল কর্মকর্তা,  শিক্ষক,ছাত্রছাত্রী ও জনসাধারণের হৃদয় উজার করা ভালবাসা।

আদর্শ জেলা প্রশাসক , জ্ঞান-গরিমা, মনীষা ও পান্ডিত্যের পরিচয় সর্বজনবিদিত। শিক্ষা-দীক্ষায়, প্রজ্ঞা- ব্যক্তিত্বে, আচার- ব্যবহারে,সারন্মে, সৌজন্যে একজন । মনেকরি এটা  শুধু  পেশাই নয়, তা আপনার ধ্যান-ধারনা ও জীবন স্বপ্ন।  ঝিনাইদাহ বাসী সত্যিই বড় ভাগ্যবান ,  একজন জ্ঞানতাপস আদর্শ জেলা প্রশাসকের পদধূলি   ঝিনাইদহ জেলাতে পড়েছে। 

হে পুরোধা,
সনিষ্ঠ দায়িত্বশীলতা,  নিরলস কর্মব্রত, দক্ষ সাংগঠনিক  উদ্যোগ ও উন্নত সাংস্কৃতিক চেতনার জন্য আপনি ইতঃমধ্যে ঝিনাইদহ বাসীর দৃষ্টি আকর্ষন করেছেন। পরিচালনা ও তত্ত্বাবধানে ঝিনাইদহ জেলার সুখ্যাতি সারাদেশে ছড়িয়ে পড়বে এবং এই জেলার সার্বিক পরিবেশ ও মান আরো উন্নত হবে। স্নেহচ্ছায়ায় জ্ঞানদীপ্তিতে নবপ্রজন্ম উজ্জীবিত ও ধন্য হবে।

হে শ্রদ্ধাভাজন অবিভাবক,  সকলের কাছে একজন পরম শ্রদ্ধাভাজন অবিভাবক । ঝিনাইদহ বাসী সন্তানসম।  শুভাগমনে  ধন্য মনে করেন,  এর পর  যে জেলাতে যাবেন তারাও ধন্য হবে,  এ বিশ্বাস  আছে জনগণের । 
পরিশেষে,   পুত-পবিত্র সাহচর্যে সকল প্রশাসনিক কর্মকর্তা,  শিক্ষক, ছাত্রছাত্রী, ও ঝিনাইদহ জেলার জনসাধারণের  সম্পর্ক সুন্দর ও স্থায়ী হোক-,  প্রশান্ত প্রজ্ঞায় ও অন্তরের স্পর্শে সকলের জীবন - জগৎ সুন্দর ও সফল হয়ে উঠুক এই ঝিনাইদহ বাসী ঐকান্তিক কামনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big