Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বঙ্গবন্ধুর দেশ প্রেম- শেখ শহীদুল্লাহ্ আল আজাদ





বঙ্গবন্ধু শেখ মুজিব,
তুমি ছাড়া নেই তো কেহ"
এই বাংলার সত্য প্রেমিক।
তোমায় ছাড়া যায় না ভাবা" 
এই বাংলার স্বাধীন জাতি।
বঙ্গবন্ধু শেখ মুজিব, 
তোমার তুলনা শুধুই তুমি।
তোমায় সৃতি বিনম্র শ্রদ্ধায়"
স্বারণ করছে বীর বাঙালি।
১৭ মার্চ জন্ম তোমার গোপালগঞ্জের টুঙ্গিতে"
তুমি ছারা নেই তো কেহ, 
বাধার পাহাড় ভাঙ্গাবে কে।
তুমি দেশ, তুমি রত্ন, তুমি সেই সত্যি প্রেমিক" 
তুমি"ই সেই শেখ মুজিব।
তোমার শাসন" তোমার ভাষণ
তুমি"ই শুধু তুলনা হিন।
শতবর্ষ পেরিয়ে গেলেও  তোমায় স্বরণে বীর বাঙালি"
হাজার বছরেও শেষ হবে না,
পিতা তোমার সে সব সৃতি।
এই সে জাতি, সেই সে জাতি, যারা তোমার সৃতি ভুলেনায়।
তোমার সৃতি মুছতে গেলেও,, 
তা রয়ে যাবে বীর বাঙালির সৃতির পাতায়।
বঙ্গবন্ধু শেখ মুজিব,,
দেশ কে তুমি করলে সজীব।
তুমি ছারা নেই তো কেহ,
সত্যি কারের বাংলা প্রেমিক। 
আজ তোমার সৃতি রেখেছে ধরে,
বীর বাঙালির প্রজন্ম।
আজ তোমায় স্বরণ করে" এই বাংলার সকল কাজে।
তোমার সৃতি ভুলতে দেইনি, 
তোমার লেখা সেই অসমাপ্ত আত্মজীবনী।
তোমার শত রেখে যাওয়া কর্ম,,
সফলতা প্রবাহিত হোক ঐ বাংলায়,,
তোমার কর্ম করতে প্রকাশ সকল সফলতা।
আমাদের মাঝে কাজ করে চলেছেন"
তোমারী উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


লেখক পরিচিতিঃ 
গীতিকার ও সুরকার ব্যাচিক শিল্পী।
শেখ শহীদুল্লাহ্ আল আজাদ।
সভাপতিঃ শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার শ্রোতা সংঘ।
কিসমত খুলনা, নৈহাটি শ্রীরামপুর,
রূপসা,খুলনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big