অয়ন সরকার, ডুমুরিয়া প্রতিনিধি
আঁঠারমাইলের মাগুরাঘোনায় প্রতিসিংসার বশবর্তী হয়ে এক ব্যক্তির মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। এতে তার বিভিন্ন প্রজাতির প্রায় ২লক্ষ টাকার মাছ মরে সাবাড় হয়ে গেছে। এহীন ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে ২জনের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় অভিযোগ করার কারণে বিবাদীরা বাদীকে বিভিন্ন সময়ে হুমকী ধাকমীসহ জীবন নাশের হুমকী দিচ্ছে।
প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাগুরাঘোনা গ্রামের মৃত বাবর আলী বিশ্বাসের পুত্র শামিদুল বিশ্বাস মাগুরাঘোনা মৌজার ঘোষের আবাদ নামক বিলে দীর্ঘ ৭বছর ধরে নিজস্ব ও হারীকৃত জমিতে মাছ চাষ করে আসছে। কিন্তু গত ০৩/০১/২০২১ ইং তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে একই গ্রামের মৃত গোরা গাজীর পুত্র মোন্তাজ গাজী ও মৃত করিম বাক্স মোড়লের পুত্র ব্যালন (লুৎফার রহমান) মোড়ল তার মৎস্য ঘেরের পানিতে বিষ দিয়ে ঘেরে থাকা মাছ চুরি করে মারতে থাকে। ঘেরের পানিতে নেমে মাছ চুরির বিষয়টি বাদী বুঝতে পেরে টর্চ লাইটের আলোতে তাদের চিনতে পেরে চিৎকার দিলে আসামীরা মাছ নিয়ে পালিয়ে যায়। তখন বাদী পানিতে বিষের গন্ধ পায় এবং বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভাসতে দেখেন। এতে তার প্রায় ২লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন বাদী। এব্যাপারে বাদী শামিদুল বিশ্বাস বলেন, ইতিপূর্বে বিবাদীরা তার মৎস্য ঘেরে একবার বিষ প্রয়োগ করে প্রায় ৪লক্ষ টাকার মাছ মেরে দেয়। এরপর তিনি একাধিকবার মাছ চুরি করতে গিয়ে একবার হাতে নাতে ধরাও খায় এবং এলাকাবাসী শাস্তি হিসাবে ১০বছর তাদেরকে ঘোষের আবাদ বিলে না যাওয়ার নির্দেশ দেন। কিন্তু তারপরও তারা শালিস অমান্য করে বিলে প্রবেশ করে একের পর তার ক্ষতিসাধন করে আসছে। এব্যাপারে আাসামীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।
0 মন্তব্যসমূহ