Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত





 পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন (স্থানীয় কমিটি) এ মতবিনিময় সভা বাস্তবায়ন করে। সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। "নিরাপদ মাঠে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ"- প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান। স্বাগত বক্তব্যে মৎস্য কর্মকর্তা বলেন, এই অঞ্চলটি মৎস্য উৎপাদনের জন্য অত্যান্ত সমৃদ্ধ। উপজেলায় মোট কৃষি জমি রয়েছে ২৮ হাজার ১৬৯ হেক্টর। যারমধ্যে ২১ হাজার ৭৬৭ হেক্টর জমিতে মৎস্য উৎপাদন হচ্ছে। ২০২১-২২ অর্থ বছরে বৈশ্বয়িক প্রভাবের মধ্যেও গতবারের তুলনায় এবছর উৎপাদন আশানুরূপ বেশী হয়েছে। উপজেলায় ৬ হাজার ৮৪৫ মেট্রিকটন চিংড়ি, ৯ হাজার ২৪০ মেট্রিকটন মাছ, ৩ হাজার ১৫০ মেট্রিকটন কাঁকড়া সহ মোট ১৯ হাজার ২৩৫ মেট্রিকটন মৎস্য উৎপাদন হয়েছে। এলাকার চাহিদা পূরণ করে একই বছরে ১৪ হাজার ১৬৬ মেট্রিকটন মৎস্য উদ্বৃত্ত থাকে বলে উল্লেখ করেন মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান।

সভায় মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণার অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মন্ডল ও  বৈজ্ঞানিক  কর্মকর্তা শাওন আহম্মেদ। বৈজ্ঞানিক কর্মকর্তাদ্বয় বলেন, লোনাপানি কেন্দ্র থেকে উন্নত চাষাবাদের কলাকৌশল উদ্ভাবন এবং কৃত্রিম প্রজননে অনেকগুলো টেঁকসই প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। যার মধ্যে নোনা ট্যাংরার কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন, পারশে মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন, গ্রীণ হাউজ পদ্ধতিতে গলদা চিংড়ির আগাম ব্রুড উন্নয়ন কৌশল, শীলা কাঁকড়ার প্রজনন ও পোনা উৎপাদন কৌশল, দাতিনা মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন এবং চিত্রা মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন অন্যতম। এছাড়া রয়না ও কাইন মাগুড় মাছের কৃত্রিম  প্রজননে প্রাথমিক সফলতা অর্জিত হয়েছে।
 সহকারী কমিশনার (ভূমি) এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, বৈজ্ঞানিক  কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান,এসআই মোস্তাফিজুর রহমান, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার, পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big