Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেবহাটায় মুক্তিযুদ্ধের সংগঠক ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত



জিএম তারেক সাতক্ষীরা জেলা প্রতিনিধি

 ১৯৩৮ সালের ৬ ফেব্রুয়ারী সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউনশ্রীপুরে জন্মেছিলেন এক ক্ষনজন্মা পুরুষ ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার। আর ১৯৯৩ সালের ২৩ জুলাই শিক্ষকতা করাকালীন এই মহান মানুষটি পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিলেন। কিন্তু তিনি রেখে গেছেন তার অপরিসীম কাজের নিদর্শন। যা আজও দেবহাটা তথা সাতক্ষীরাসহ দেশের মানুষ অবগত আছেন। তিনি ছিলেন একাধারে মহান মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার, বাম প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারন জনমানুষের বন্ধু। শাহজাহান মাষ্টারের নেতৃত্বেই এই অঞ্চলের যুবকেরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। তার স্মৃতির প্রতি সম্মান রেখে ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষন কমিটির ব্যানারে ২৩ জুলাই, ২২ ইং শনিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১ টায় টাউনশ্রীপুর হাইস্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষন কমিটির সভাপতি সাবেক অধ্যাপক আনিছুর রহমান। শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষন কমিটির সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য আব্দুল কাদেরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হারুন-অর রশিদ, জেলা আওয়ামীলীগের নেতা এ্যাডঃ আজহারুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, জেলা জাসদের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আশেক-ই ইলাহী, কেন্দ্রীয় জেএসডির পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মীর জিল্লুর রহমান। এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ ইউনুস আলী, দেবহাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর করিম, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাৎ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন মোফা, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, মরহুমের ছেলে বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান প্রমুখ। এছাড়া কোরআনখানি, দোয়া অনুষ্ঠান ও কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক রামকৃঞ্চ চক্রবর্তী, কাজী শওকত হোসেন ময়না, কাজী শহিদুল হক রাজু, আসাদুজ্জামান আসাদ, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক কে.এম রেজাউল করিমসহ বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকমন্ডলী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big