Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সাতক্ষীরা শ্যামনগরে যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দিলেন শ্রী নরেন্দ্র মোদি



স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন  সাতক্ষীরা  : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালিমন্দিরে পূজা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। মন্দিরের অভ্যন্তরে তাকে মন্ত্র পাঠ করান পুরোহিত দিলীপ কুমার মুখার্জি।

এর আগে তিনি বেলা ১০ টা পাঁচ মিনিটে এ.সোবহান মাধ্যমিক বিদ্যালয়ের হেলিপ্যাডে অবতরনের পর সরাসরি মোটর শোভাযাত্রা সহকারে মন্দির চত্বরে আসেন। এ সময় তাকে মন্দিরের সেবাইত পরিবারের পক্ষ থেকে কৃষ্ণা মুখার্জি ও জয়ন্ত চট্টোপাধ্যায় তাকে প্রথমে ফুল দিয়ে বরন করে নেন। এরপরই সনাতন ধর্মাবলম্বী নারীরা তাকে পুষ্প বৃষ্টি, উলু ধ্বনি শংখ ধ্বনি ও কাঁসর বাজনার মধ্য দিয়ে তাকে স্বাগত জানান।

নরেন্দ্র মোদি সবার সাথে কুশল বিনিময় শেষে মন্দিরে প্রবেশ করেন। সেখানে তিনি শক্তিপীঠে পূজা দেন। মন্দির থেকে বেরিয়ে কিছুক্ষন বিশ্রামাগারে কাটানোর পর মোদি ভারতীয় গনমাধ্যমের সাথে কথা বলেন। পরে তিনি মন্দির ঘুরে দেখেন।

এরপর নরেন্দ্র মোদি আবারও সবার সাথে কুশল বিনিময় করে বিদায় নেন ১০ টা ৩৫ মিনিটে।

নরেন্দ্র মোদির সফর ঘিরে যশোরেশ্বরী মন্দির নান্দনিক সাজে সাজানো হয়েছে। সড়কের দু’পাশে জলাকারের ওপর নৌকা স্থাপন করে সেখানে দুই দেশের প্রধানমন্ত্রীর ছবি স্থাপন করা হয়েছে।
সাতক্ষীরায় কালীমন্দিরে পূুজা-অর্চনা শেষে হেলিকপ্টারে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর ওড়াকান্দি যাবেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি মতুয়াবাদের হরিচাঁদ ঠাকুরের হরিমন্দিরে পূজা দেবেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আয়োজনে অংশ নিতে দু’দিনের সফরে শুক্রবার ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big