স্টাফ রিপোর্টারঃ
মা যে আমায় গর্ভে নিল"
দশমাস দশদিন ধরে বেধে রাখল কঠিন মায়ার জালে।
যে মা আমায় শেখালো ভাষা"
যাকে মায়ের ভাষা বলে।
কেমন করে ভুলবো বল" সেই মমতা মা'কে।
যে মা আমায় বুকের দুধে" পেট ভরাতে ভোর দুপুর ও সন্ধা রাতে।
যে মা আমায় বুকে রেখে"
করলো মানুষ জীবন বাজি রেখে" সে মমতা মা'কে আমি ভুলবো কেমন করে।
যে মা আমায় ঠান্ডার সময়" গরম কাপড় শরীরে রাখতো আমায়" গরম এলে সে আমায়" শীতল করতো শরীর টাকে"
সেই মমতা মা'কে আমি ভুলবো কেমন করে ।
0 মন্তব্যসমূহ