Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বাজেটকে স্বাগত জানিয়ে খানজাহান আলী থানা আওয়ামীলীগের আনন্দ মিছিল



 ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ প্রতিপাদ্যে জাতীয় সংসদে উপস্থাপন করা প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে খানজাহান আলী থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। বাজেটকে ‘গণমুখী, উন্নয়নমুখী ও জনবান্ধব’ আখ্যা দিয়ে শুক্রবার বিকাল ৫ টায় ফুলবাড়ীগেট আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে খুলনা যশোর মহাসড়কের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে দলিয় কার্যালয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। দেশের ৫১তম এই বাজেটকে ‘জীবন ও জীবিকা বাঁচানোর আত্মনির্ভরশীল বাজেট’ হিসেবে উল্লেখ করে খানজাহান আলী থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ  বলেন, সঙ্কটকালে জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে একটি বাস্তবভিত্তিক সময়োপযোগী বাজেট দিয়েছে সরকার। খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, শেখ কামাল ,  কাজী জাকারিয়া রিপন,   মোঃ সেলিম রেজা, সুরুজ্জামান হানিফ,  শেখ ইকবাল হোসেন , সলেমান মুন্সি, শাকিল আহম্মেদ, মিজানুর রহমান রুপম, শেখ মিজান হোসেন, ফয়সাল আহম্মেদ, ওলিয়ার রহমান রাজু, সাবেক ইউপি সদস্য মোঃ  আরিফ হোসেন, কৃষকলীগ নেতা মোঃ মফিজুর রহমান, কামাল মুন্সি, আওয়াল, সোহেল, কামরুল ইসলাম, নাসিরউদ্দিন, বিপ্লব হোসেন, ইমরান মীর,  সোহেল হাওলাদার, সুমন মুন্সি, এ্যাডভোকেট শাহারা ইরানী প্রিয়া, রুমা খন্দকার মুন্নি,  পায়রা খাতুন,  রেখা বেগম, পারুল বেগম, সুফিয়া বেগম, রেবা, আখি বেগম, মিলা নাসির প্রমুখ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big