ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ও সুইজারল্যান্ডের অর্থায়নে অগ্রগতি সংস্থা কর্তৃক বাস্তবায়িত আশ্বাস প্রকল্পের মাধ্যমে "প্রযুক্তির ব্যবহার ও অপব্যবহার" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত ৩০ জুলাই আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবস-২০২২ ইং উদযাপিত হয়। এই দিবস উপলক্ষে খুলনা মহিলা টিটিসি ও শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে মানব পাচার প্রতিরোধে মানবপাচার কি, মানবপাচারের ধাপ, উপাদান ও কারনসমূহ কি এবং মানবপাচার প্রতিরোধ দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। খুলনা মহিলা টিটিসির আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা টিটিসির অধ্যক্ষ কাজী বারকাতুল্লাহ এবং সভাপতিত্ব করেন খুলনা মহিলা টিটিসির অধ্যক্ষ মো: রিয়াজ শরীফ। শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়া মানবপাচার সম্পর্কে জনগনকে সচেতন করার জন্য ফুলতলা ও দিঘলিয়া উপজেলার ৬টি ইউনিয়নে দিন ব্যাপী মাইকিং করা হয়। অগ্রগতি সংস্থার স্টাফদের পাশাপাশি সিটিপ সদস্যরাও প্রতিটি কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহন ও সহযোগিতা করে।
0 মন্তব্যসমূহ