Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সখীপুর পৌর নির্বাচনে বাবার প্রতিদ্বন্দ্বী ছেলে




সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের সখীপুরে পৌর নির্বাচনে যাচাই-বাছাইয়ে একই ওয়ার্ডে বাবা ও ছেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

রবিবার (৩ জানুয়ারি) সখীপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত যাচাই-বাছাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।

এরা হলেন সখীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা সাবেক দুইবারের কাউন্সিলর বিল্লাল সিকদার এবং তার ছেলে শামীম সিকদার।

আর এদিকে বাবা ও ছেলের একই ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়াকে কেন্দ্র করে ভোটার ও স্থানীয়দের মাঝে আলোচনা-সমালোচনাও সৃষ্টি হয়েছে এবং এই ওয়ার্ডে পিতা-পুত্র ছাড়াও কাউন্সিলর পদে আরও দুই জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, "মূলত কাউন্সিলর বিল্লাল সিকদারের ডামি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন তার ছেলে শামীম সিকদার। কোনও কারণে বাবার মনোনয়ন বাতিল হলে ছেলে যাতে থাকতে পারেন এটি তারই প্রস্তুতি ছিল। কিন্তু এখন সরগরম থাকলেও পরে বাবার সমর্থনে ছেলে সরে যাবেন।" তবে এ বিষয়ে আলোচিত দুই প্রার্থীর বাবা-ছেলের বক্তব্য পাওয়া যায়নি।

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, "পৌর নির্বাচনে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত আসনে ১০ জন মনোনয়নপত্র জমা দেন। আর এদের মধ্যে কাউন্সিলর পদে ঋণ খেলাপির দায়ে একজনের মনোনয়নপত্র বাতিল হয় এবং এ পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big