সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলে নিখোঁজের ৫ দিন পর পুকুর থেকে শামন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
সোমবার (০৪ জানুয়ারি) সকালে টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শামন শহরের কলেজ পাড়া এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।
স্থানীয় কাউন্সিলর শফিকুল হক শামীম জানান, "শামন গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। তারপর সোমবার সকালে স্থানীয় পুকুরে মরদেহ ভাসতে দেখ পায়। এরপরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করেন।"
আর এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, "ওই যুবকের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার রহস্য জানা যাবে।"
0 মন্তব্যসমূহ