মোঃ ওহিদুজজামান।
---------------------------------
ইভটিজিং ও ধর্ষন
রুপ নিয়েছে মহামারী
দুঃখে বুকটা ফেটে যায়
দেখলে ভুক্তভোগী পরিবারের আহাজারি।
কোন কোন পরিবার সাহস পায়না
করতে কোথাও নালিশ
নালিশ করলেও কেউ কেউ আবার
পায়না উপযুক্ত শালিশ।
আদালতে গিয়ে দূর্বল পরিবার
হুমকিতে পান ভয়
সেই সুযোগে অপরাধী চক্র
সহজেই পান জয়।
সম্মানিত বিচারক নিরুপায় হন
না পেয়ে সাক্ষী তালাশ
বাধ্য হয়ে ইচ্ছার বিরুদ্ধে
দিতে হয় অপরাধীদের খালাস।
অপরাধের জন্য অনেকাংশে দায়ী
লোন পেয়ে কেনা ফোন
অপরাধের আগে ভাবা উচিত
হতে পারে সে আমার বোন।
বয়স্ক মহিলাদের যদি মনে করি
আমার মা অথবা চাচী
ইবলিশ শয়তান আসতে পারবেনা
আমাদের কাছাকাছি।
নগ্ন ছবি, নগ্ন পোশাক
ধর্ষনে পড়ে প্রভাব
আমাদের দেশের অবিভাবকের
সচেতনতার আছে অভাব।
নেশার সামগ্রী বন্ধ করতে হবে
ছাড়তে হবে তামাক জর্দা
ইসলাম ধর্ম মানতে হবে
করতে হবে সকলকে পর্দা।
হে আল্লাহ তুমি শক্তি দাও
রুখতে ইভটিজিং ও ধর্ষন
তোমার রহমতের বারিধারা
করো বাংলাদেশে বর্ষন।।আমিন।।
0 মন্তব্যসমূহ