নাহিদ জামান রূপসা উপজেলা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঘনিষ্ট ৪ জন সহোযোদ্ধা এ এইচ এম কামরুজ্জামান, ক্যাপ্টেন এম মুনছুর আলী, তাজউদ্দিন আহম্মেদ, সৈয়দ নজরুল ইসলাম।
এই চার জাতীয় নেতা কে জেলের ভেতর বন্দি অবস্থায় নির্মম ভাবে হত্যা করেছিল। তাদের স্বরনে আজ ৩রা নভেম্বর রূপসা উপজেলা আওয়ামীলীগের উদ্যগে আজ দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ে জেল হত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন বাদশা। আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এমদাদুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের উদ্ধতন সহ সভাপতি ও রূপসা কলেজের অধ্যক্ষ ফ ম আব্দুস ছালাম, সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজিব দাস টাল্টু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শেখ আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, রবিন বিশ্বাস, আব্দুল মালেক, ওয়াজেদ শিকদার, বিনয় কৃষ্ণ হালদার, তাহিদুল ইসলাম, ব্রজেন দাস,নুর ইসলাম সরদার, ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল মজিদ শেখ, জাহিদ হাসান, আজিজুল ইসলাম, মজনু মীনা প্রমূখ।
0 মন্তব্যসমূহ