Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

জয় বাংলার স্লোগান ও সরকারের উন্নয়নের কথা বলায় এমপিকে শাসালেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহসিন রেজা



নিজস্ব প্রতিবেদকঃ
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের কলনা আমিনিয়া ফজিল (ডিগ্রি) মাদ্রাসার মাঠে ২৩ আগস্ট (বুধবার) জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছিলেন এমপি আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। 
ভিডিওতে দেখা যায়, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বক্তৃতা করছেন। তিনি বলছেন- আওয়ামী লীগ হচ্ছে গণমানুষের দল, এখানে কর্মীদের উচ্ছ্বাস থাকবে, কর্মীরা শ্লোগান দিয়ে এগিয়ে আসবে। শ্লোগান হচ্ছে এই দলের প্রাণ। 

তাৎক্ষনিক কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসীন রেজা দাঁড়িয়ে সংসদ সদস্যের দিকে হাতের ইশারা করে  বলে ওঠেন, এখানে উস্কানী দিবেন না, উস্কানিমূলক বক্তৃতা দিলে হবেনা। আপনি আর দলের ১২টা বাজাবেন না। অনেক করেছন। আমরা কিন্তু এতোদিন কোনো কথা বলিনি, আপনি উস্কানি দিবেন না। এর আগে ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলার স্লোগান দিলে তাদের উপরে চড়া হন এবং স্লোগান দিতে নিষেধ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মহসিন রেজা।
জানা যায় ওই এলাকায় বাড়ী রয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসীন রেজার। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমন ব্যবহারে হতবাক আওয়ামী লীগের নেতাকর্মীসহ এলাকাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. সাউয়ার প্রতিবেদন করেছেন!
    বাড়িয়ে বাড়িয়ে প্রতিবেদন কথা বন্ধ কটুন

    উত্তরমুছুন
  2. বালের নিউজ করছেন এই ৫বছরে এই এমপির দারা পাইকগাছা -কয়রার মানুষের কোন উন্নয়ন হয়নি যা হয়েছে সব প্রয়াত সাবেক এমপি নুরুল হক সাহেবের সময় এর বাজেট এর কাজ এখন উনি করছেন নামে মাত্র এমপি তলায় তলায় টাকা মেরে খাচ্ছে বর্তমান এমপি আর উনার কিছু লাঠিয়াল বাহীনি আছে কেউ কিছু বললে তাকে উনার লাঠিয়াল বাহিনী সরাসরি মেরে ফেলার হুমকি দেয়.....

    উত্তরমুছুন
  3. পত্রিকা র নাম ই তো রূপসা অঞ্চল তো আপনারা কয়রা টয়রা যান নাকি এখানে বসেই প্রতিবেদন তৈরী করেন এমপি হওয়ার মতো।দোষ তো আপনাদের না দোষ শেখ হাসিনার? রূপসার ছেলেরে কেন কয়রা পাইকগাছার নমিনেশন দিলো? ওখানে কি কোনো রাজনীতিবিদ নেই?

    উত্তরমুছুন

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big