Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সাখাওয়াৎ মেমো. সরঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসেন আরা রোজী ফুলতলা উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত


 
নিজস্ব প্রতিবেদকঃ ফুলতলা  উপজেলার মধ্য আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গিলাতলা দক্ষিনপাড়ায় অবস্থিত ৩৭ নং সাখাওয়াৎ মেমো. সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা  হোসনে আরা রোজী  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক—২০২৩ শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।শিক্ষার মান নিশ্চিতকরণ এবং শিক্ষার ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক— ২০২৩, বাছাই কমিটি তাঁকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা  হিসেবে নির্বাচিত করেন।তিনি সবসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের কার্যক্রম উন্নতি সাধন করেন। সর্বোপরি তিনি বিদ্যালয়কে শিশু বান্ধব এবং সকলের স্বপ্নের বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সর্বদা কাজ করে যাচ্ছেন।তিনি অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষক এর দায়িত্ব পালন করছেন এবং সুনাম অর্জন করেছেন। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক, সামাজিক এবং নৈতিক শিক্ষার প্রতিও তিনি গুরুত্বারোপ করেন।শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করে হোসেন আরা রোজী  বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক  নির্বাচিত হওয়ার এ অর্জন আমার একার নয়। এ অর্জন সাখাওয়াৎ মেমো. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  সকল শিক্ষকের। তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় অনেক ভালো লাগছে। আমি সব সময়ই চেয়েছি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য কাজ করতে, শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধিতে আমি সব সময়ই ইতিবাচক ছিলাম এবং থাকবো। শ্রেষ্ঠ এই শিক্ষক  তার বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে প্রিয় ও একজন আর্দশ শিক্ষক হিসাবে স্থান করে নিয়েছেন। এছাড়াও শিক্ষা মেলা,উন্নয়ন মেলা তথাপি প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যেকোন কর্মসূচিতে এই শিক্ষক নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।সাখাওয়াৎ মেমো. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, তিনি আমাদের বিদ্যালয়ের গর্ব। বিদ্যালয়ের সকল কাজে তার আগ্রহ, উদ্দীপনা, দায়িত্ববোধ আমাদেরকে মুগ্ধ করে। শিক্ষার্থীদের কাছে তিনি খুব জনপ্রিয়। যাচাই বাছাই কমিটিকে ধন্যবাদ জানাই সঠিক শিক্ষক নির্বাচনের জন্য। এ সাফল্যে নির্বাচন কমিটির সকল সদস্য, বিদ্যালয়ের সহকর্মীবৃন্দ, ছাত্র—অভিভাবকবৃন্দ, বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন হোসনে আরা রোজী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big