Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মোড়েলগঞ্জের ওলামাগঞ্জ মাদ্রাসার সামনের রাস্তা পাকা করনের জোর দাবী এলাকাবাসীর




কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোড়েলগঞ্জের ওলামাগঞ্জ মাদ্রাসার সামনের রাস্তা পাকা করনের জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী। রাস্তাটি উপজেলার খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া (ওলামাগন্জ) গ্রামে অবস্থিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি পাকা করনের বিষয়ে এলাকাবাসীর জোর দাবী থাকলেও এখনো পর্যন্ত তালিকাভুক্ত কিংবা সরকারি বরাদ্দ হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এখানে রয়েছে সাবেক এমপি মরহুম আব্দুস সাত্তার, পুলিশের সাবেক এডিশনাল আইজি আব্দুর রহিম খানসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়ি। ৭০ থেকে ৮০ বছরের পুরনো ওলামাগঞ্জ মাদ্রাসা রয়েছে এখানে। যে মাদ্রাসায় দেশের প্রখ্যাত অনেক আলেম-ওলামাগন লেখাপড়া করেছেন। পাশেই রয়েছে চালতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই রাস্তা দিয়েই এ আর খান কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। প্রতিদিন প্রায় হাজার হাজার জনসাধারণ এই রাস্তা ব্যবহার করে।

জোয়ারের পানিতে মাদ্রাসার সামনের রাস্তাটি ডুবে যায়। ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে রাস্তাটি। যে রাস্তা দিয়ে রিকশা ভ্যানও স্বাভাবিকভাবে চলাচল করা সম্ভব নয়। সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি কিংবা মাদ্রাসায় আগত শিক্ষার্থীগণ বিপাকে পড়েন এই রাস্তাটি চলাচলে অনুপযোগী হওয়ার কারণে। স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার সংসদ সদস্যকে জানিয়েও আজ পর্যন্ত রাস্তাটি পাকা-করনের জন্য তালিকাভুক্ত কিংবা কোন বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি তারা। বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে মোরেলগঞ্জের এই রাস্তাটি পাকা করন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চালিতাবুনিয়া (ওলামাগন্জ) এর স্থানীয় বাসিন্দা মনিরুল হক ফরাজি জানান, উপজেলার মধ্যে ওলামাগঞ্জ এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়ি ও তাদের বসবাস রয়েছে। রয়েছে আলেম ওলামা তৈরীর প্রতিষ্ঠান ওলামাগঞ্জ মাদ্রাসা। হাফেজ আব্দুল ওয়াহেদ সাহেবের বাড়ি হইতে ওলামাগঞ্জ মাদ্রাসার সামনে দিয়ে ভারানি খালের পশ্চিমপাড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তা পাকা করন অত্যন্ত প্রয়োজন। আমার ও এলাকাবাসীর দাবী অনুযায়ী রাস্তাটি তালিকাভুক্ত করণের জন্য একটি আবেদন ইতিমধ্যে বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নিকট জমা দেওয়া হয়েছে। আশা করছি গুরুত্ব বিবেচনা করে রাস্তাটি দ্রুত পাকা করনের উদ্যোগ গ্রহণ করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big