কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
অজ্ঞাত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাইকে থাকা ৩ আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে খুলনা মোংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার তেতুলিয়া ব্রিজের নিকট। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ৯ ঘটিকায় একটি মোটরসাইকেল যোগে রামপালের ফয়লা বাজার থেকে বেলাই এলাকার একটি মৎস্য খামারে যাওয়ার পথে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনজনই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ঘাতক অজ্ঞাত ট্র্যাকটি পালিয়ে গেছে। রামপাল থানা পুলিশের মাধ্যমে দুর্ঘটনার এসব তথ্য জানা গেছে।
নিহতরা হলেন, রামপালের শংকরনগর এলাকার বাসার হোসেনের ছেলে এনামুল (২৬), বেলাই এলাকার মোদাচ্ছের হোসেনের ছেলে আরিফ হোসেন (২৭) এবং ফকিরহাট থানার লকপুর এলাকার শুকুর মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২৮)। তারা সকলেই স্থানীয় বেলাই এলাকার একটি মৎস্য খামারের কর্মচারী ছিলেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে রামপালের ফয়লা বাজার থেকে একটি মোটরসাইকেল যোগে তিন ব্যক্তি বেলায় ব্রীজ যাচ্ছিল। খুলনা মোংলা মহাসড়কের তেতুলতলা ব্রিজের নিকট পৌঁছালেই দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
0 মন্তব্যসমূহ