শেখ নুরইসলাম
সময়ের সাথে সাথে বদলে যায় রং
যদি সস্তার কাপড় হয়,
মনে আছে বল বুকে আছে সাহস তাই
মাথা নোয়াবার নয়।
চারিদিক থেকে যতই আসুক বাধা
মোকাবেলা করত হবে,
সত্যের পথে থাকতে হবে সর্বদা
ন্যায় তো একদিন পাবে।
একটা হাতি সর্বদা রাখে
সিংহকে প্রতি ভয়,
হাতি যতই শক্তিশালী হোক
সিংহেরি হয় জয়।
সময় থাকতে শোধরাতে হবে
দিতে হবে তার মুল্য,
মনোবল নিয়ে বলতে পারো যেন
আমি আমার সমতুল্য।
0 মন্তব্যসমূহ