রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলার ৩ নং নৈহাটি ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা এস এম মনিরুজ্জামান তালুকদারের সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের প্রতিবাদে খুলনা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান । ৩১ আগস্ট ১২ টায় জেলা প্রশাসকের অফিস কক্ষে ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এর নিকট এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন বাদশা, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন মুকুল, খুলনা মহানগর যুবলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সফিকুর রহমান পলাশ, হিন্দু -বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদের খুলনা মহানগর সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ ,সিনিয়র সহ-সভাপতি সমর কুন্ডু, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার দাস, রূপসা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, সহ-সভাপতি প্যারিস, সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন দিলু মোল্লা, ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক মোঃ বেনজীর হোসেন, আল মাহমুদ প্রিন্স, হারুন আর রশিদ, শরিফ মোল্লা, রিয়াজ উদ্দিন, আমিনুল ইসলাম প্রমুখ।
0 মন্তব্যসমূহ