লিখন বিশ্বাস, শ্রীপুর (মাগুরা)
সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা,,,যদি ও বা খুব বেশি সকালে ওঠার অভ্যাস নেই কিন্তু আজকে অনেক সকালেই উঠছি,, চারিদিকে কোয়াসায় ঢাকা প্রকৃতি যেনো কোয়াসার চাদরে ঢেকে আছে,,গায়ে চাদর জড়িয়ে রাস্তার দিকে হাঁটা ধরলাম,,পাখির কিচিরমিচির শব্দে মনটা যেনো হারিয়ে যেতে লাগলো,,একটু সামনে এগোতেই দেখলাম গাছি খেজুর গাছে উঠছে রসের হাড়ি পাড়ার জন্য,, মনে মনে খেজুর রসের উপর লোভ হচ্ছিলো কিন্তু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য খেজুরের রস খাওয়ার লালসা ত্যাগ করলাম,, আবার ও হাঁটা শুরু করলাম কোয়াশা টা এখন আগের এখন একটু কম,,,তবু ও দূরের কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার কারনে,,,আখের খ্যাতে মৃদু বাতাসে আখের ফুলগুলো দুলছে,,সামনে কেমন লাল ধরনের একটা আলো জ্বলছে কোয়াশার জন্য দেখা যাচ্ছে না এগিয়ে গেলাম গিয়ে দেখি কিছু মুরব্বি লোক আগুন তাপাচ্ছে ও গল্পের আসরে মেতেছে,, কিছু না বলেই আমি ও হাত দুটো ছেঁকে নিলাম মিষ্টি আগুনে,,,হাঁটা শুরু করলাম নদীতে গিয়ে পৌছোলাম নদীর দৃশ্য টা যে এতো সুন্দর আগে কখনো উপলব্ধি করিনি,, আমার আশেপাশে র প্রকৃতির সৌন্দর্য দেখে আমি মুগ্ধ,, ভালোবাসি আমার গ্ৰাম ও গ্ৰামের প্রকৃতিকে
0 মন্তব্যসমূহ