প্রতিনিধিঃ মোকাব্বেল শেখ(ববি)
ফ্রান্স কর্তৃক রাসূল (সঃ) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদের ৬ই অক্টোবর বিকাল ৪টায় বিশাল এক সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলে রাসূল (সঃ) নামে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নানানরকম প্রতীকী স্লোগান দেওয়া হয়।
প্রতিবাদ সমাবেশে ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোর কুশপুত্তলিকা দাহ করা হয় । প্রতিবাদ সমাবেশে সাধারন মানুষের ঢল নামতে দেখা যায়।এক পর্যায়ে প্রতিবাদ মিছিল বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে বরিশাল কুয়াকাটা মহাসড়ক হয়ে ভোলা রোডে যেয়ে শেষ হয়।
সেখানে রাসূলপ্রমী উৎসুক জনতা ম্যাক্রোর প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেন।এবং দেশ ও বিদেশে ইসলামের সকল ষড়যন্ত্র রুখে দিতে সমাবেশ থেকে আহ্বান জানানো হয়।এবং বাংলাদেশ সরকারকে অবিলম্বে ফ্রান্সের সাথে সকল কুটনীতি সম্পর্ক ছিন্ন করে,দেশে ব্যবহৃত সকল ফ্রান্স পণ্যে বয়কট করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানানো হয়।
0 মন্তব্যসমূহ