Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ফ্রান্সে নবী করিম (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শণী করায় রূপসায় মানববন্ধন, মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত




নাহিদ জামান রূপসা উপজেলা প্রতিনিধিঃ
মহান রব্বুল আলামিন মানব জাতিকে হেদায়েতের জন্য  পাঠিয়েছেন, সর্ব যুগের সর্ব শ্রেষ্ট  শেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সাঃ) কে।
 ফ্রান্সে, সকল মুসলীম জাতির প্রানের স্পন্দন বিশ্বনেতা হযরত মহাম্মদ (সাঃ) এর  ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করার প্রতিবাদে রূপসা উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানের উদ্যোগে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


 আজ ৬ নভেম্বর  আলাইপুর পুরাতন মসজিদে জুম্মার নামাজ আদায় করে ধর্মপ্রান মুসলমানগন আলাইপুর মসজিদ সংলগ্ন রাস্তায় মানববন্ধন শেষে একটি মিছিল বের করে আলাইপুর ব্রিজ পার হয়ে আলাইপুর বাজারে এসে পথসভার মাধ্যমে  নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।
বক্তারা বলেন যতক্ষন পযন্ত ফ্রান্স ক্ষমা না চাইবে আমরা প্রয়োজনে নবীর জন্য জীবন উৎসর্গ করতে ও দ্বিধা করবো না।  মাওলানা হেমায়েত বিন  তৈয়ব এর সভাপতিত্বে
মুফতি মাওলানা  রাশেদুল ইসলাম এর পরিচালনায় বক্তৃতা করেন, মাওলানা মুহাম্মদ জমসের,ক্বারী ইব্রাহিম,মাওলানা আব্দুর রহিম,মাওলানা ইমন, মুসা লস্কর,দৈনিক রূপসাঞ্চলের সম্পাদক মুন্সী মুহাঃরায়হান  হোসেন , নাজমুল হুদা বাপ্পি,আঃ রউফ শিকদার, প্রমূখ। 

দুপুর ৩ টায় কাজদিয়া, নৈহাটি, তিলক, সল্পবাহিরদিয়া, সহ বিভিন্ন এলাকার ধর্মপ্রান মুসল্লীগন একত্রিত হতে থাকে । মুসল্লিগন মিছিলে মিছিলে প্রকম্পিত করে। কিছু ক্ষনের মধ্যে জনসমুদ্রে পরিনত হয় রূপসা সদরস্থ কাজদিয়া বাজার।  মানববন্ধন, প্রতিবাদ সভা এবং মিছিলের প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা ইমরান বিন লুতফর  বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাফেজ মাওঃ আবদুল্লাহ যোবায়ের, রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোর্শেদুল আলম বাবু। 
গোলাম মোস্তফার সভাপতিত্বে শুরু হওয়া মানববন্ধনে কাজদিয়া বাজারের রাস্তার দুপাশে ধর্ম প্রান মুসল্লীগন দাড়িয়ে প্রতিবাদ জানায়। মানববন্ধন শেষ করে একটি বিশাল মিছিল উপজেলার বিভিন্ন সড়ক হয়ে  ওবায়েদ ফার্মেসির সামনে এসে পথসভা করে। পথসভায় আবুল হাসান দুয়ারির পরিচালনায় বক্তৃতা করেন, শাহ্জাহান কবির প্যারিশ, গাজী মোহাম্মাদ আলী জিন্নাহ, মুফতি মিজানুর রহমান, মুফতি আবদুল্লাহ, হাফেজ মুহাম্মদ হাবিবুর রহমান, বাজার সভাপতি শেখ জুলফিকার আলি, মাওঃ ইয়াছিন আরমান, মহাসিন পাইক, হাফেজ মাওলানা আব্দুল গফফার, ইনতাজ মোল্লা, নাজিম উদ্দীন, মাওঃ ইমাম আজম, ফম ওহিদ, নাহিদুজ্জামান, আরিফুল ইসলাম কাজল, নাজমুল হুদা অঞ্জন, মো: হারুন অর রশিদ, আজিম উদ্দিন, মো: হান্নান শেখ, আমান উল্লাহ গাজী, শহিদ মল্লিক, ইকবাল শেখ, মো: কিবরিয়া, নাছির উদ্দিন টিটু,  হাকিম সাইফুল ইসলাম জহিরুল ইসলাম সারাদ,  মুন্না সরদার, আনোয়ার খান প্রমুখ। সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পন্য বর্জনের আহবান জানান। সবশেষে মুনাজাতের পর সকল কর্মসুচি শেষ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big