সাইফ মাহমুদঃ বরগুনা প্রতিনিধিঃ
অল্প বয়সে ও জোর পূর্বক বিয়ে প্রতিরোধের লক্ষ্যে বরগুনাতে গার্লস্ গেইজ ইকোয়াল প্রকল্পের অবহিতকরণ সভা করা হয়েছে
গত ৫ নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০ টার সময় বরগুনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভাটি করা হয়। "প্ল্যান-ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি
সহযোগিতায় স্যাপ-বাংলাদেশ বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নে এ প্রকল্প বাস্তবায়ন করবে বলা জানানো হয়।
উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা এনজিও ফোরামের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মৃধা,বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড: সঞ্জীব দাস, স্যাপ-বাংলাদেশের সহকারি পরিচালক এ কে এম রিয়াজ উদ্দিন, প্ল্যান-ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক সালেহা আক্তার, জিজিই প্রকল্পের এডুকেশন স্পেশালিষ্ট সোহেল রানা, ইয়ুথ ইকোনোমিক এমপাওয়ারমেন্ট স্পেশালিষ্ট রেজওয়ানুল হক চৌধুরী, এস আর এইচ আর স্পেশালিষ্ট দেবব্রত অধিকারী, এডুকেশন স্পেশালিষ্ট সাঈদুল হক সহ আরো অনেকে।
সভায় সভাপতিত্ব করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা.মাসুমা আক্তার।
মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে প্রকল্পের লক্ষমাত্রা ও সার্বিক বিষয় তুলে ধরেন স্যাপ-বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মো: খোরশেদ আলম। এছাড়াও সভায় স্থানীয় সরকারের প্রতিনিধি ইউপি চেয়ারম্যান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ সহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিশুদের সম্মতিবিহীন ও বাল্যবিয়ে প্রতিরোধ,বিদ্যালয় থেকে কন্যা শিশু ঝড়ে পরার হ্রাসকরণে অতিথিরা বিভিন্ন মতামত ব্যক্ত করেন।
0 মন্তব্যসমূহ