শেখ নুরইসলাম
মরার আগে যদি কেহ
মৃত্য দেখতে চাও,
কিছু দিন রুগিদের সাথে
হাসপাতালে থেকে যাও।
নানা ধরনের মানুষ আসে
এখানে সেবা নিতে,
সেবিকারা ব্যস্ত থাকে
এদের সেবা দিতে।
দৌড়াদৌড়ি কান্নাকাটি চলে
রাতদিন চব্বিশ ঘন্টা,
দেখতে দেখতে অভ্যাস হয়েছে
কাঁদেনা আর এই মনটা।
জন্মাইলে তার মৃত্য হবে
কথাটি স্বরণ করে,
জীবন থাকতে দেখে নেওনা
কেমন হবে মৃত্যুর পরে।
জিবন হলো কিছু দিনের এক
আজব রেল গাড়ি,
কেউ জানেনা কখন দিবে সে
পরোপারে পাড়ি।
0 মন্তব্যসমূহ