কারো আগমনের পদযুগলের ধ্বনি কি তোমায় যন্ত্রনা দিয়েছে?
বিষিয়েছে কি তোমার কর্ণযুগল?
মৃদুপায়ে তার আগমন মাতিয়েছে তোমায়, আমায় করেছে চূর্ণ।
তার চলার ধ্বনি শীতল করেছে তোমায়, বিষাক্ত করেছে আমার কর্ণ।
যে নুপুরের রিনিঝিনি ধ্বনি দিয়েছে তোমায় দিবারাত্রির সস্তি,
সে ধ্বনি দংশন করেছে আমায় দিবারাত্রি।
যে আগমনের ধ্বনি মৃদু বাতাসের মাঝে ভাসিয়েছে তোমায়, সে ধ্বনি বিভীষিকায় ডুবিয়েছে আমায়।
তুমি জানোনি, বোঝোনি, দেখোনি তোমার জীবনে তার প্রটিটা পদ চারণ আমার বুকে করেছে অজস্র রক্তক্ষরণ।
আমার প্রভু দেখেছে, জেনেছে, বুঝেছে তাই আমাকে করেছে সংবরণ।
0 মন্তব্যসমূহ