আমন ধানের নতুন চাল।
নতুন চালের ভাত, নতুন কিছু বানায় পিঠা বৌ কৃষাণের ঝাক।
নব অন্ন উঠিত হয় অগ্ৰহায়ণ ওই মাসে।
নতুন অন্ন দেখে সব কৃষকেরা হাসে।
হাজার কাজের ব্যস্ত কৃষক হয়না কভু হতাশ।
কারণ নবান্নের উৎসব তার ঘরেতে আজ বিরাল।
পাকা ধানের সুভ্র ঘ্রাণ মাতাল করে সকলের প্রাণ।
পাকা ধানের নতুন চাল, নতুন কিছু পিঠা, নতুন চালের পায়েস রান্নাটা লাগে অনেক মিঠা।
নবান্নের উৎসবেতে শীত আগমন শুরু।
শীতের সেই খেজুর রস আর নতুন চালের গুঁড়ি।
নতুন পিঠা নতুন ক্ষণ , নতুন রঙের দিশা।
গ্ৰামবাসীরা বেজায় খুশি খুঁজছে নতুন আশা।
1 মন্তব্যসমূহ
Amazing writing
উত্তরমুছুনBest of luck. keep doing
I have few service
Flower Making Tutorial
Thanks
Modhumoti Creation