শেখ নুরইসলাম
আর কত দ্বারে ঘুরতে হবে
ফাইল হাতে নিয়ে,
জুতার তলা করতেছি ক্ষয়
চাকরির ইন্টারভিউ দিয়ে।
হয়না কেন চাকরি আমার
ভেবে কিছুই না পায়,
পরিবার চালাতে হলেও যে
একটা চাকরি চাই।
মেধাবি হয়ে কী হলো লাভ
স্বপ্ন হচ্ছে ক্ষুণ্ণ,
বয়স বাড়ছে চিন্তা বাড়ছে
মন হচ্ছে চুর্ণ-বিচুর্ণ।
পরিবার বলে করে যাও চেষ্টা
এক দিন হবেই হবে জয়,
কারে বোঝাবো এখন পড়াশোনা দিয়ে
চাকরি পাবার নয়।
ইন্টারভিউর শেষের একটা কথা
আছে কী লক্ষ টাকা,
পরিবার আমার নিম্নবিত্ত তাই
পকেট একেবারে ফাকা।
0 মন্তব্যসমূহ