তাসনিম,স্টাফ রিপোর্টার:
কোভিড-১৯ এর আক্রমণ ছড়িয়েছে ২১৩টিরও বেশি দেশে।এর মধ্যেই ইতালিতে ফুঁসে উঠছে করোনার দ্বিতীয় ঢেউ।প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩,২৫,৩২৯ এবং এখনো আক্রান্ত ৫৭,৪২৯ জন।রাজধানী রোমেও আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে।এ অবস্থায় পাঁচটি শহরে ঘরের বাইরে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের নির্দেশনা জারি করা হয়েছে।নির্দেশনা না মানলে গুণতে হবে ৪০০ ইউরো জরিমানা।রাজধানী রোমে বসবাসকারী প্রবাসীসহ ইতালিয়দের মধ্যে চোখে পড়ছে স্বাস্থ্যবিধি মানায় অনীহা।এরই মধ্যে দেশটিতে স্টেডিয়াম বন্ধ করে দেওয়া হলেও খুলে দেওয়া হয়েছে ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো।করোনা উপেক্ষা করে এইসব জায়গায় ভিড় করছেন দর্শনার্থীরা।এসব কারণেই মূলত জারি করা হয়েছে এ নির্দেশনা।এদিকে সোমবার কোভিড সংক্রান্ত নতুন একটি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে ইতালি সরকার।এতে বার রেস্তোরা এবং এ জাতীয় প্রতিষ্ঠান রাত ১১টার মধ্যে বন্ধ করার প্রস্তাব রাখা হয়েছে বলে জানা যায়।
তথ্যসূত্র:সময় সংবাদ
0 মন্তব্যসমূহ