ইমরান খান সুমনঃ
নারায়ণগঞ্জ বাংলাদেশের
নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত একটি শহর। এটি রাজধানী ঢাকার নিকটবর্তী একটি শহর এবং নারায়ণগঞ্জ জেলার সদরদপ্তর। এই শহরে প্রায় ২৮৬,৩৩০ জন লোক বাস করে (২০১১ আদমশুমারি অনুযায়ী), জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের ৪৩টি বৃহত্তম শহরের মধ্যে এটি ১৩তম।[১] শহরটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। নারায়ণগঞ্জ বন্দর দেশের বৃহত্তম নদীবন্দর ও গুরুত্বপূর্ণ ব্যবসা-বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। এছাড়াও এটি পাট বাণিজ্য ও প্রক্রিয়াকরণ কারখানা এবং দেশের টেক্সটাইল সেক্টরের ব্যবসা ও শিল্পের একটি কেন্দ্র। অনেক পাটকলের উপস্থিতির কারণে এটিকে প্রাচ্যের ড্যান্ডি নামে ডাকা হয় (ড্যান্ডি ছিল বিশ্বের প্রথম শিল্পোন্নত জুটপোলিস)।[২]
নারায়ণগঞ্জশহরডাকনাম: প্রাচ্যের ড্যান্ডি
0 মন্তব্যসমূহ