মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ
সকল প্রসংশা সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি যিনি আমাদের এই সুন্দর পৃথিবীর বুকে সব চেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, এবং আমাদের জন্য দিয়েছেন অসংখ্য নাজ নেওয়ামত যাহা হয় তো এই পৃথিবীর বুকে সীমিত সময়ের জন্য, কিন্তু মৃত্যুর পর যে নাজ নেওয়ামত যার জন্য রয়েছে অসংখ্য ও অফুরন্ত রূপ-যৌবন এবং তাঁর জন্য প্রয়োজন আছে, নামাজ এবং তাওবা সহ সকল আমল।
তাওবাঃ কীঃ- তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, বিরতিতে যাওয়া, বা সমাপ্ত করা, এমন কর্ম থেকে ফিরে আসা যা আপনার আমার জীবনের সল্প সময়ের সফলতা আসলেও হয় তো তাঁর পরে আসতে পারে বা আসবে ঘোর কুয়াশা যা হয়ে থালতে পারে আপনার আমার জীবনের প্রতিটি অংশ জুরে, যেমন মহান সৃষ্টিকর্তা যে সকল কর্মের ভিতরে সফলতা রেখেছেন তাকে নিজের জীবনের একটি অংশ মনে করে সেই কর্ম সম্পাদন করা হলো আপনার জীবনের সফলতা, আর মহান আল্লাহ এবং রাসুল.(সঃ) কর্ম করতে নিষেধ করেছেন এমন কর্ম থেকে ফিরে আসার নাম হলো তাওবা, যা আপনার আমার জীবনের জন্য বয়ে আনবে অনাবিল আনন্দ আর অফুরন্ত সুখ ও মহান আল্লাহর নেওয়ামত।
তাওবা এর বিষয়ে সংক্ষিপ্ত ভাবে বলা যায় যে, আমি আমার জীবনে যত প্রকার ইসলাম বা কোরআন ও হাদিস এর বাহিরের পথ অবলম্বন করে চলেছি, আজ থেকে আমার জীবনের জন্য যতটুকু সময় আল্লাহ তায়ালা বাঁচিয়ে রাখেন, আর কখন কোন দিন মহান আল্লাহ এবং রাসুল.(সঃ) দেখানো সরল সহজ ও সঠিক পথ ছাড়া এই জীবন কে পরিচালিত করবো না,, এবং এই সীমিত জীবনের সময় গুলি মহান আল্লাহ এবং রাসুল.(সঃ) এর পথে ব্যায় করবো, এটায় মনের ভেতর থেকে বলা এবং মহান আল্লাহর কাছে তাওবা করে জীবনের সকল পাপ কাজ থেকে ফিরে আসা হলো প্রকৃত তাওবা।
0 মন্তব্যসমূহ