মোঃ ইকরামুল হক রাজিব, রামপাল উপজেলা প্রতিনিধি
শুুুুক্রবার বিকাল ৪টায় রামপাল উপজেলা বিএনপির আয়োজনে মল্লিক মিজানুর রহমান মজনু নেতৃত্বে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন সরদার মাহফুজুর রহমান চিক, আলমগীর হোসেন, মিলন আকুঞ্জি,বাবুল হোসেন, মনি, জাহাংগীর,লাভলুফকির, উজ্জত শেখ, গাজী টিপু,মাজারুল ইসলাম রিপন,মহসিন শেখ, আবুবক্ককর সিদ্দদী, সোহেল,গাজী শাহজালাল, তারেক আনাম, জিকো শেখ,কুদরত ইলাহি,কুদরত আকুঞ্জি, মানিক, মনা,আজিজুল, মুরাদ কাজি,হাকিম, আকুঞ্জি,রবি,মেহেদী,সোবহান,ইবরাহীম, জিহাদ,সুমন,বাতেন,,প্রমুখ।
0 মন্তব্যসমূহ