সুলতানা নাসরিন
গুনে গুনে ছোট ছোট পায় তোমারই পথ চলি,
তুমি বলেছো তাই তোমার অপেক্ষা করি।
তবে তুমি কি জানো কেমন করে আঁধারের মেঘ আমাকে ঢেকে দেয়।
আমি চিৎকার করে উঠি,তোমাকে শুনাতে চাই, তবে কি তুমি শুনতে পাওনা আমার আর্তনাদ এর ডাক।
আমি বিরুদ্ধে যাই পৃথিবীর
জানি তুমি ও একদিন ফিরে আসবে,
আবারও এ দু নয়ন মেঘ কাটিয়ে জলে ভাসবে।
জানি তখন আর তুমি ছুয়ে দেখবে না আমায়,
ভুলে জাবে অতীতের সব পরিচয়।
হয়তো আমার অপেক্ষা অপেক্ষাই থেকে যাবে,
সফলতা তোমাকে ঘিরে থাকবে
তখন আর পিছু ফিরে তাকিওনা তুমি।
0 মন্তব্যসমূহ