...........মোঃ আবদুল্লাহ ফকির....
আর একটিবার আমায় যদি
কাঁদাও কোনাে ছলে-
যেটুকু প্রেম আছে ,
সেটাও ভাসিয়ে দেবাে জলে ..
আমি যেমন নরম ,
তেমনি কঠিন ,
প্রয়ােজনে উদ্বায়ী ।
চাইলে থাকি সারাজীবন ,
নইলে ক্ষণস্থায়ী।।।
দুঃখ জ্বালায় যেমন ভাবেই কাটুক না দিন রাত ,
তােমার কাছে ফিরে এসে পাতবাে না আর হাত ...
জানবাে , আমার এই পৃথিবীর |
লতায় পাতায় ডালে ,
ভালােবাসার কেউ ছিল না
কোথাও কোনও কালে ... | ***
0 মন্তব্যসমূহ