এক শীতের সন্ধ্যায় দু'জনে শহরের ল্যাম্পপোস্টের আলোর নিচে হাটঁব।
কত গল্প করব দু'জন মিলে....!!
তুমি কালো বোরকা আর আমি পাঞ্জাবি পড়ে!!
জানো মরিয়ম,
এই স্বপ্নগুলো প্রায় দেখি।প্রতিনিয়ত দেখতে হয়?
তুমি পিতার জেলখানায় বন্দী এক কয়েদী।চাইলেও সেই জেলখানার দর্শনার্থী হতে পারিনা...!!
জানো মরিয়ম,
এই শহর বড়ই নিষ্ঠুর।আজ হোটেলের বেহারার কাজটা করি।একবেলা খাবার আর কিছু টাকা।।শহরতলির সন্ধ্যায় আলো ফুটেছে চারদিকে।যান্ত্রিক শহরে সবাই ব্যস্ত নিজ নিজ কর্মে।নিরব নির্জনে হেঁটে চলে যাই দূর দূরান্তের পথে।জানো মরিয়ম,
চুপ থাকতে ইচ্ছে হয় না।তবুও তোমার জন্য চুপ থাকতে হয়।পিতার জেলখানায় বন্দী তুমি...!!
অপেক্ষা করো একদিন মুক্ত করে আনবো।
জানো মরিয়ম,
এই শহরের মানুষগুলি বড়ই নিষ্ঠুর।তুমি ছাড়া কেউ খোঁজ রাখেনা....!!
0 মন্তব্যসমূহ