ভালো বাসা ভেঙে দিয়ে, দু'জনেই একা একা।
তাই ব'লে ক্রন্দন! আমি কি এতই ন্যাকা!
একলা গড়েছি আমি যেরকম বাসাখানা
ভালো কী না-ভালো সেটা এসে দেখে যাও ঘুরে।
হয়তো যেদিন এলে, বৃষ্টি নামল ঝেঁপে
কিম্বা এমন হল, রোদ্দুর দিল খুব....
ছাতা তো নাও না তুমি, এই ঘোরাঘুরি তাই
রোদে জলে ভিজে পুড়ে হতে পারে বরবাদ।
দুপুর রৌদ্রে পোড়া কিম্বা যে মাঝরাত
গলে পড়ে বৃষ্টিতে, আমি ঠায় জেগে থাকি।
অমোঘ সজ্জা জ্বেলে শৃঙ্গারে শৃঙ্গারে
নিজেকে আড়াল করি শ্রী কৃষ্ণ আবরণে।
কৃষ্ণ আচ্ছাদনে সকলেই মাথা গোঁজে
আমার বাসাতে এসো নাহয় ছাতার খোঁজে।।
---------
0 মন্তব্যসমূহ