মোঃ আশরাফুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ায় প্রেমে ব্যর্থ হয়ে; প্রেমিকার বাবার দেওয়া বিষপানে মৃত্যু।
কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের চরকাঞ্চনপুর গ্রামের মিন্টুর ছেলে রাজু(২০) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই ইউনিয়ন বেলঘড়িয়া চরপাড়া গ্রামের বজলু মেয়ে সাথী(১৭) সাথে দীর্ঘ দুই বছরের সম্পর্ক,হঠাৎ ২৫ -০৯-২০ইং রবিবার অনুমানিক দুপুর ১টার দিকে তার মুঠো ফোনে ফোন আসে তার প্রেমিকা অন্যত্র কোথাও বিয়ের হয়ে যাচ্ছে । রাজু ছুটে যায় প্রেমিকা সাথীর বাড়ির সামনে গিয়ে ডাকা ডাকি করলে সাথীর বাবা বাড়ি থেকে বের হয়ে আসে এবং বাড়ির ভিতরে ডেকে নিয়ে জুতা দিয়ে মারপিট করে । রাজুর হাতে বিষ ধরিয়ে দেয় এবং বলে তার মেয়ের জন্য জীবন দিতে পারলে তার সাথে বিয়ে দিবে ।
ভালোবাসার পরিক্ষা দিতে গিয়ে রাজু বিষ পান করে এবং সেই স্হানে মাটিতে লুটিয়ে পরলে গেটের বাহিরে বের করে দেই প্রেমিকার পিতা বজলু । স্থানীও লোকজন টের পেলে তার আত্মীয় স্বজনদের খবর দেয় । তার বন্ধু এবং আত্বীয়রা মিলে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
সেখানে মৃত্যুর সাথে পাঞ্জালড়ে (৫) দিন চিকিৎসাধীন অবস্থায় ৩০-০৯-২০ইং সন্ধা ৬টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে ফুঁসে উঠেছে এলাকার সর্বস্তরের জনগণ এবং বজলুর দৃষ্ঠান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছে।
0 মন্তব্যসমূহ