লেখকঃ মোঃ ইকরামুল হক রিপন
হে বিধাতা তব শুনিয়াছি তোমার নাম কাগজের পাতায় বাস্তবে কখনো দেখিনি তোমায় কোরআন কিতাব বেদ বাইবেল রহিয়াছে ইঙ্গিত বলে সকলে আরবের ভাষা নাকি পছন্দনীয় তোমার তবে কেন বিশ্বব্যাপী এত ভাষা আর রাশিয়ার জিন্ন সমাজ ভাঙ্গিয়া ছিল মহামতি লেলিন এর পরও তোমার কৃতিত্ব হয়নি বিলীন কৃতিত্ব অস্তিত্ব সার্বভৌমত্ব রহিয়াছেন আপন খুশি মতন ভারতের বাবরি মসজিদ ভেঙে ছিল যারা তোমার নেতৃত্তের বাহিরে কি তারা যদি যুক্তিতর্ক স্বীকৃতির বিতর নাহি আসো তবে কি করে অবিশ্বাস করি এ বিশ্ব প্রকৃতি
0 মন্তব্যসমূহ