মহেশপুর থানা প্রতিনিধি:
তরিকুল ইসলাম অনি
বৃহস্পতিবার ভোরে মহেশপুর খোসালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালাল সহ ৫জন বিজিবির হাতে আটক।
বিজিবি সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবির অধিনস্ত খোসালপুর বিওপির টহল দল উপজেলার খোশালপুর থেকে নড়াইল জেলার মাইজ পাড়া গ্রামের দীপক সরকারের ছেলে প্রসেনজিৎ সরকার(২৫), প্রসেনজিৎ সরকারের স্ত্রী তিথি সরকার(১৮), ঝন্টু রায়ের মেয়ে রিয়া রায়(১৮) ও গাইবন্দা জেলার শিবপুর গ্রামের জাবেদ আহম্মেদের স্ত্রী তানিয়া আক্তার(২০)। এছাড়া প্রবেশে সহায়তা করার অপরাধে দালাল উপজেলার জলিলপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রনি আহম্মেদ(২১)কে আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। আসামীদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
0 মন্তব্যসমূহ