গল্পটা ২৫০০টাকার.....
বছর হয়ে গেলো তুমি চলে গেছো।এখনো নিজেকে গুছিয়ে নিতে পারিনি।না হলো কোনো চাকরি, না হলো ব্যবসা।আজ যেখানে টাকার গন্ধ পাই,সেখানে ছুটে যাই। তোমাকে ভোলার জন্য বারবার প্রেমে পড়েছি।বিশ্বাস করো কারোকে মন থেকে ভালবাসতে পারিনি। বড়জোর একমাসের বেশি সর্ম্পক রাখতে পারি নাই।
সেদিন তোমাকে ২৫০০টাকার জন্য বিয়ে করতে পারলাম না।হয়ত তোমাকে বললে, তুমি ম্যানেজ করতে পারে।কিন্তু বলিনি কেন জানো,নিজেকে অতটা অযোগ্য, আমড়া কাঠের ঢেঁকি রূপান্তর করতে চাইনি।তখনকার দিনগুলি বড় কষ্টের ছিলো। সিগারেট খাওয়ার ৫ টাকা পকেটে ছিল না।
তুমি তো কয়েকবার পকেট খরচ দিয়েছো।
তোমার বিয়ে হয়ে গেলো আর টাকা পয়সা জমতে শুরু করলো।এখন টাকার প্রতি অতটা লোভ নেই।তোমাকেই পেলাম না আর এখন টাকা দিয়ে কি করব বলো?
তুমি নিজেকে গুছিয়ে নিয়েছো,সন্তানের জননী হলে,স্বামীর সঙ্গিনী হলে!!
আর আমি মাঝেমধ্যে চিৎকার করে কেঁদে উঠি....!!
তোমার স্মৃতিতে তুমি অমলিন!!
লেখকঃ আব্দুল্লাহ্ ইবনে আলম
0 মন্তব্যসমূহ