Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেবহাটার সখিপুরে আহছানিয়া মিশনের ৯০তম মিশন দিবস পালিত



জিএম তারেক সাতক্ষীরা জেলা প্রতিনিধি

দেবহাটার সখিপুর আহ্ছানিয়া মিশনের উদ্যোগে কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ৯০ তম মিশন দিবস  উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। সখিপুর আহছানিয়া মিশন কার্যালয়ে শুক্রবার ১৫ মার্চ বিকাল ৩টায় এই অনুষ্ঠান হয়। হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) ১৯৬৫ খ্রিষ্টাব্দের ১৫ মার্চ নলতায় 'স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা"' প্রতিপাদ্যে সামনে রেখে, আহছানিয়া মিশন প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে মিশনের শাখা সম্প্রসারিত হয়। কেন্দ্রীয় মিশন, শাখা মিশন সমূহ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং অনুরাগী মিশনের প্রতিষ্ঠা বার্ষিকীকে (১৫মার্চ) 'আহছানিয়া মিশন দিবস' হিসেবে উদযাপন করা হয়। উক্ত মিশন দিবস উপলক্ষ্যে সখিপুর আহছানিয়া মিশনের আয়োজনে মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুলের সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন মিশনের সাধারণ সম্পাদক আবু তালেব। বক্তব্য রাখেন মিশনের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেসুর রহমান,  সহ-সভাপতি সরদার আমজাদ হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব আনসার আলী, কোষাধক্ষ ও দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল ইসলাম, সদস্য ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য মিজানুর রহমান সহ আরো অনেকেই। বক্তারা বলেন, খানবাহাদুর আহছানউল্লা (র.) এর উদ্দেশ্যে ছিল অনেক বড়। শিক্ষা সংস্কারক সমাজ সংস্কারক তার ইচ্ছা ছিল ইসলাম প্রচার করা সাথে সাথে এই মিশনকে প্রতিষ্ঠিত করে ধর্মীয় সংগঠন গড়ে তোলা, এক কথায় স্রষ্টার ইবাদাত আর সৃষ্টির সেবা। এই প্রতিপাদ্যকে সামনে নিয়েই আমাদের পথচলা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big