রূপসা প্রতিনিধিঃ রূপসায় উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে বৃক্ষের চারা বিতরণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন
রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা। গত ৫ আগস্ট সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাজ্জাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি অফিসার মোঃ ফরিদুজ্জামান, রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, প্রকৌশলী এস এম অহিদুজ্জামান, পল্লিসঞ্চয় অফিসার তারেক ইকবাল আজিজ, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, সহকারী প্রোগ্রামার মোঃ রেজাউল করিম, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক অসিত রায় চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী পাল,যুব উন্নয়ন অফিসের কেডিট সুপার ভাইজার নাহারুল ইসলাম।
0 মন্তব্যসমূহ