নিজস্ব প্রতিবেদকঃ জনতা ব্যাংক পিএলসি, বিভাগীয় কার্যালয়, খুলনার পক্ষ থেকে মহান বিজয় দিবস—২০২৩ উপলক্ষে র্যালী , পুষ্প অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয় খুলনার মহাব্যবস্থাপক মোঃ আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিজিএম, এরিয়া অফিস, খুলনা আ ন ম আব্দুল হাই সিদ্দিকী, খুলনা কর্পোরেট শাখা এজিএম—ইনচার্জ, মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কার্যালয় এর এজিএম,মোঃ সাইফুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা এরিয়ার বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তা — কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে জিএম প্রধান অতিথির বক্তব্যে বিজয় দিবসের মহত্ব তুলে ধরে অর্থনৈতিক মুক্তি ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
0 মন্তব্যসমূহ