নিজস্ব প্রতিবেদক ঃ খুলনাঞ্চলের তিনটি জেলার তিনটি সংসদীয় আসন নিয়ে গঠন করা হয়েছে নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণ টিম। ইউরোপিয় ইউনিয়নের সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে রবিবার এক ওরিয়েন্টেশনের মাধ্যমে এ টিম গঠন করা হয়। খুলনার সিএসএস আভা সেন্টারে দিন ব্যাপী ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম শীর্ষক নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণ টিমের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। খুলনার সংসদীয় ৩নং আসন, সাতক্ষীরা জেলার সংসদীয় ২নং আসন ও বাগেরহাট জেলার সংসদীয় ৩নং আসন নিয়ে ৩৭ সদস্য বিশিষ্ট এ টিম গঠন করা হয়। খুলনা টিমের আহবায়ক খলিলুর রহমান সুমন ও সদস্য সচিব সম্পদ রহমান। সাতক্ষীরা জেলার টিমের আহবায়ক শেখ হেদায়েতুল ইসলাম ও সদস্য সচিব সেকেন্দার আলী এবং বাগেরহাট জেলা টিমের আহবায়ক নুর আলম ও সদস্য সচিব সুশমিতা। ওরিয়েন্টেশনে প্রশিক্ষখ ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন বিভাগীয় কমিটির সম্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, সুখময় পাল ও সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার।
0 মন্তব্যসমূহ